অক্ষমের স্বপ্নদর্শন
- প্রদীপ চন্দ্র গাইন - তোমাকে, প্রিয়তমা ১২-০৫-২০২৪

তোমার চোখের জল আমাকে ভাবায়
তোমার বুকের ব্যথা আমাকে ভাবায়
তোমার কষ্টগুলো আমার বুকে
আটকে থাকে, অক্টোপাশ যেন।

ইচ্ছে করে,
মুখটাকে চেপে রাখি বুকের মাঝে;
অথবা ব্যথার বিষ শুষে নিই, তুমি থাকো সুখে—
ইচ্ছে করে মুছে দিই জল।
আমার প্রেম দিয়ে, হাসি দিয়ে
ওই ঠোঁটে ফোটাই গোলাপ।

ইচ্ছে করে আরও কতো কিছু—
তবু স্বপ্ন থেমে যায় ব্যর্থ ভাবনায়;
আর্ত মন প্রশ্ন করে, ‘তুমি কে—
তোমার ক্ষমতা কতখানি’ ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।